December 28, 2024, 8:28 pm

কাগজে-কলমে কমলো ১৮ হাজার ৮১০ কোটি টাকার খেলাপি ঋণ

রিপোর্টারের নাম 1 টাইম ভিউ
আপডেটের সময় : December 29, 2024, 2:28 am

ব্যাংক থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধ করছেন না গ্রাহক। আবার অনিয়ম ও কেলেঙ্কারি এবং পর্ষদের স‌ঙ্গে আঁতাত ক‌রে নেওয়া ঋণ ফেরত দেওয়া হচ্ছে না। সঙ্গে নানা সুযোগ-সুবিধা পাওয়ায় ব্যাংকের টাকা নিজের মনে করে রেখে দিচ্ছেন অসাধুরা। এমন পরিস্থিতিতে লাগামহীনভাবে বাড়ছে মন্দ বা খেলাপি ঋণ। আদায়ে কঠোর না হওয়ায় নীতি-সহায়তার সুযোগে ঋণ নিয়মিত দেখানোর পথ পেয়ে যাচ্ছেন খেলাপিরা। অন্যদিকে, কাগজে-কলমে ব্যাংকের আর্থিক অবস্থা ভালো দেখাতে পুনঃতফসিলের পথ বেছে নিচ্ছে ব্যাংকগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Developed by: BD IT AGNECY