January 1, 2025, 7:33 am
এবারের বিপিএলে বেশিরভাগ ম্যাচই হচ্ছে লো স্কোরিং। বিশেষ করে দিনের ম্যাচগুলোতে কোনো রকমে দেড়শ রান করতে পারলেই সেটা নিয়ে লড়াই করা যাচ্ছে। স্বাভাবিকভাবেই পাওয়ার প্লেতেও রানের দেখা মিলছে না। আজ খুলনা টাইগার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম ৬ ওভারে সংগ্রহ করেছে ৪৩ রান। আর এই রানেই খুশি দলটির অধিনায়ক লিটন দাস।
Developed by: BD IT AGNECY