December 28, 2024, 4:58 am
বেশ কিছুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল। রটনা ছিল, ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বড়মেয়ে এষা দেওলের সংসার ভাঙছে। অবশেষে তাই হলো। সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন এষা ও তার স্বামী ভরত তখতানি।
২০১২ সালের জুন মাসে দীর্ঘদিনের প্রেমিক ভরত তখতানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ধর্মেন্দ্র-হেমার বড় মেয়ে এষা দেওল। বিয়ের বছর পাঁচেক পর ২০১৭ সালে তাদের প্রথম সন্তানের জন্ম হয়। দু’বছর যেতে না যেতেই তখতানি পরিবারে আগমন ঘটে আরেক নতুন সদস্যের।
এসবের মধ্যে বেশ কিছুদিন ধরে এষার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ভরতের ছবি দেখা যাচ্ছে না। এমনকি, দুই মেয়েকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন হেমাকন্যা। এতেই দুজনের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়
Developed by: BD IT AGNECY