January 1, 2025, 8:42 am
মিয়ানমারের রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি— সামরিক জান্তাকে হটিয়ে দিয়ে মিনবায়ার তিনটি ব্যাটালিয়নের সবগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময় সেনাবাহিনী ও তাদের পরিবারের সদস্যরা আত্মসমর্পণ করেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা নিউজ।
কয়েকটি সূত্র নারিনজারাকে জানিয়েছে, সব মিলিয়ে আরাকান আর্মির কাছে পাঁচশরও বেশি জন আত্মসমর্পণ করেছেন। যার মধ্যে রয়েছেন জান্তার বিভিন্ন বিভাগের প্রধান, জান্তা বাহিনীর ডিভিশন কমান্ডার, নন-কমিশন্ড কর্মকর্তা, আহত ১০০ সেনা ও তাদের পরিবারের সদস্য
Developed by: BD IT AGNECY