December 28, 2024, 8:29 pm
গত শুক্রবার পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন চট্টগ্রামে হাটহাজারী এলাকার বাসিন্দা রায়হান উদ্দীন। এপ্রিলের দিকে ঘটা করে বউকে ঘরে তোলার কথা ছিল তার। এ নিয়ে ব্যাপক প্রস্তুতিও ছিল রায়হানের। এসবের কিছুই হলো না। দুদিন আগে বিয়ে করা রায়হান ঘরে ফিরলেন লাশ হয়ে।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে ডিসি পার্ক সংলগ্ন ট্রাংক রোডে লরির আঘাতে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন রায়হান। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয় তাকে। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়হান হাটহাজারী এলাকার মৃত নাজিম উদ্দীনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি বায়িং হাউজে কর্মরত ছিলেন।
Developed by: BD IT AGNECY