December 28, 2024, 4:36 am
চলমান বিপিএল বাবর আজম খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। আর মোহাম্মদ রিজওয়ান খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। দুজনই তাদের দলের অন্যতম সেরা তারকা। তাই এই দুই পাকিস্তানির কাছে দলগুলোর প্রত্যাশাও অনেক। সেই প্রত্যাশার কতটা পূরণ করতে পেরেছেন তারা?
জাতীয় দলের খেলা থাকায় বাবর-রিজওয়ান বিপিএলে যোগ দেন আসরে নিজেদের এক ম্যাচ পর। বিপিএলে যোগ দিয়েই নিজের প্রথম ম্যাচে রংপুরকে জিতিয়েছিলেন বাবর। বাবরের বিপিএল যাত্রা শেষ হয়েছে গতকালই। তবে আসর ছাড়ার সময় সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি।
বিপিএলে ৬ ম্যাচ খেলে বাবর করেছেন ২৫১ রান। স্ট্রাইকরেট অবশ্য খুব বেশি আহামরি না পাকিস্তানি এই তারকার। টুর্নামেন্টে ১১৪.৬১ স্ট্রাইকরেটে খেলেছেন বাবর।
Developed by: BD IT AGNECY