December 28, 2024, 4:33 am
মাত্র ৫৫ বছর বয়সেই মারা গেছেন দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল। যাকে বলা হয়, বাংলাদেশের অন্যতম ‘আন্ডাররেটেড’ একজন অভিনেতা। মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করলেও এরপর টিভি নাটক থেকে চলচ্চিত্রেও অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি।
সমসাময়িক অন্যান্য অভিনেতাদের তুলনায় সেভাবে আলোচনায় থাকেননি রুবেল। থাকবেনেই বা কী করে, তিনি সবসময় কাজ করেছেন বেছে বেছে। এক চরিত্রে একাধিকবার দেখা যেত না এই অভিনেতাকে।
সাবলীল অভিনয়ের জন্য দর্শকদের মনে জায়গা করে নিলেও রুবেলের ছোটবেলার ইচ্ছে ছিল রাজনীতিবিদ হওয়ার। অভিনেতা হওয়ার স্বপ্ন লালন করেননি তখনও। ২০২২ সালে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছিলেন তিনি।
Developed by: BD IT AGNECY