December 28, 2024, 7:20 pm
ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজী মো. হারুন নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানকার জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. আলী বলেন, গত রাতে কয়েদি হারুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে আমিসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
Developed by: BD IT AGNECY