December 28, 2024, 5:15 am

ঢাকার অধিনায়ক তাসকিন

রিপোর্টারের নাম 0 টাইম ভিউ
আপডেটের সময় : December 28, 2024, 11:15 am

হাঁটুর চোটে ভুগছেন মোসাদ্দেক হোসেন সৈকত। যে কারণে আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলতে পারছেন না তিনি। তার অনুপস্থিতিতে ঢাকাকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ।

প্রথমবার বিপিএলে টস করতে নেমে ভাগ্য সহায় হয়নি তাসকিনের। টস হেরে শুরুতে ব্যাটিং করছে ঢাকা। আসরে এখনও পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারছে না ঢাকা। জয় দিয়ে আসর শুরু করলেও পরের ৫ ম্যাচে টানা হেরেছে তারা।

এদিকে কয়েক দিন আগেই অধিনায়কত্বের ইচ্ছা প্রকাশ করেছিলেন তাসকিন। গত ১৮ জানুয়ারি মিরপুরের বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শেষে তাসকিন বলেছিলেন, ‘জি, অবশ্যই (স্বপ্ন আছে)। কেন নয়, সব খেলোয়াড়েরই এই (নেতৃত্ব দেওয়ার) স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Developed by: BD IT AGNECY