December 28, 2024, 5:10 am
সম্প্রতি ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে দেখা যায়। নিজের ফেসবুক পেজ থেকেই সেই মাহফিলের লাইভ করেন বাপ্পি। যেখানে দেখা যায়, স্টেজে আলোচনা করছেন একজন আলেম। বাপ্পি তার পাশে বসে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন।
অন্য ধর্মের হয়েও একটি ইসলামিক আয়োজনে নায়কের এমন অংশগ্রহণ দুইভাবেই দেখছেন নেটিজেনরা। কেউ কেউ বাপ্পির প্রশংসা করেছেন, আবার কেউ তার সমালোচনায় মেতেছেন।
বিষয়টি নিয়ে ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন বাপ্পি চৌধুরী। তিনি জানান, পরিচিত এক ভাইয়ের আমন্ত্রণে মুন্সীগঞ্জ জেলায় একটি কোরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সেখানে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া শেষে ইসলামিক আলোচনা ও কোরআন তেলওয়াত শুনেছেন।
Developed by: BD IT AGNECY