December 28, 2024, 4:30 am
প্রকাশ্যে এল অ্যাটলির পরবর্তী ছবির নাম। ‘বেবি জন’ নামের এই ছবিতে প্রধান ভূমিকায় আছেন বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি প্রমুখ। প্রকাশ্যে আনা হয়েছে ছবির টিজারও। জিও স্টুডিয়োজের তরফে এই টিজার প্রকাশ্যে আনা হয়। একই সঙ্গে জানানো হয় ছবি মুক্তির দিন।
Developed by: BD IT AGNECY